Tuesday, December 22, 2020

অনলাইন ব্যাচ এ ভর্তির যোগ্যতা ও নিয়ম:--

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনারা হয়তো অনেকে ভাবছেন ফ্রিল্যান্সিং করে আয় করা কি আদৌ সম্বব । ইনকাম নিশ্চিত করতে আজই ভর্তি হোন আমাদের অনলাইন কোর্সে - ( সারা বাংলাদেশ থেকে ট্রেনিং করার সুযোগ থাকছে এই কোর্সে )। আমার দিচ্ছি ১০০% মানি ব‌্যাক গ্যারান্টি ।

অনলাইন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কোর্সে প্রশিক্ষণ নিয়ে মাসে ২০,০০০ টাকা থেকে ১,০০০০০(লক্ষ) টাকা আয় করুন ঘরে বসে।

ফ্রিল্যান্সিং জগতে জনপ্রিয় ও স্থায়ি ক্যারিয়ার গড়তে গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি চলছে ।

অনলাইন ব্যাচের ট্রেইনারঃআলী আহসান মোহাম্মাদ মুজাহিদ
Hotline: 01719-328508

##এ প্রশিক্ষণটিতে যা যা শিখানো হবে :
লোগো ডিজাইন, ব‌্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ক‌্যালেন্ডার ডিজাইন, প‌্যাকেট ডিজাইন, টি-সার্ট ডিজাইন, ইমেজ ইডিটিং, আইডি ক্রিয়েট, আইডি ভেরিফাই, কাজে বিট কারা, কাস্টমার সাপোর্ট দেয়া, ডিজিটাল মার্কেটিং কার, পেমেন্ট তোলা।

### কোর্সের ও ক্লাসের বিষয়
সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ পর্যন্ত যেকোন ব্যাচে ক্লাস করার সুযোগ ।
ভর্তি চলছে প্রতিদিন
সিট সংখ্যাঃ 20
মোট ক্লাসঃ ৭২টি
আমাদের অনলাইন ব্যাচ এর কোর্স ফি ১০,৪৫০/ =
ভর্তির জন্য এখনি ফোন করুণ আমাদের 01719-328508নাম্বারে
ভর্তি এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে কথা বলুন
প্রয়োজন অনুযায়ী লাইফ টাইম সাপোর্ট ।

### অনলাইন ব্যাচ এ ভর্তির যোগ্যতাঃ
1. আপনার ১টি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
2. ১টি সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকতে হবে , যার নূন্যতম ৫১২ কে.বি.পি.এস সংযোগ স্পিড থাকাতে হবে ।
3. ইংরেজি পড়তে , বুঝতে ও লিখার উপর ব্যাসিক জ্ঞান থাকতে হবে।
4. প্রতিদিন নূন্যতম ২ ঘন্টা প্রাকটিস করার সময় থাকতে হবে।
5. যারা কম্পিউটার ব্যাবহার করতে পারেন না এবং কাজ ভালোভাবে না শিখেই লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন কোর্সটি তাদের জন্য নয় । তাদের অন‌্য আর একটি টেনিং আগে করতে হবে। যাদের আসলেই ফ্রিল্যান্সার হওয়ার মন মানসিকতা আছে, কোর্সটি শুধুমাত্র তাদের জন্য ।
আপনার আসনটি জলদি বুকিং করে রাখুন। আপনার আসনটি বুকিং দিতে এখনি কল করুন 01719-328508 । অথবা কল করে চলে আসুন আমাদের অফিসে। আগে আসলে আগে কাজ পাবেন।

### অনলাইন ব্যাচ – এর বৈশিষ্ট্যঃ
১. অনলাইন ব্যাচ এর ক্লাস সংক্রান্ত সকল কার্যক্রম ফেসবুক এ গ্রুপ তৈরি করে শেখানো হয় এবং ভিডিও টিউটোরিয়াল সরবরাহ করা হয়। যার ফলে কোর্স সদস্যবৃন্দ ঘরে বসে কম্পিউটার এর মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন।
২. এই প্রশিক্ষণের সাথে রয়েছে এক মাসের ইন্টার্নি প্রজেক্ট। যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে ।
৩. কোর্স চলাকালীন ৩ মাস + ১ মাস ইন্টার্নই সহ পুরো ৪ মাস ব্যাপী সকল ক্লাসের ডকুমেন্ট সংরক্ষণ রাখা হয়। এতে কোর্স সদস্যরা যে কোন সময় তাদের সুবিধা অনুসারে ক্লাস করতে পারে ।
৪. স্টুডেন্ট চাইলে প্রতিদিনই একটি করে ক্লাস এর ডিজিটাল কন্টেন্ট এর ডাউনলোড লিঙ্ক নিতে পারবে ।
৫. কোন বিষয় সম্পর্কে জানতে অথবা বুঝতে সমস্যা হলে থাকছে স্কাইপ, ফেসবুক, ও ফোন এ প্রশ্ন করার সুবিধা। রয়েছে হটলাইনঃ 01719-328508
৬. অনলাইনে বিশ্বের যে কোন প্রান্ত থেকে এখানে যোগ দেওয়া যাবে পছন্দসই সময়ে।
৭. এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
৮. ১ মাসের রিয়েল লাইফ প্রোজেক্ট ( ইন্টার্নই ) ।
৯. Skype ও Facebook ব্যবহারের মাধ্যমে অনলাইন সাপোর্ট।ZOOM SOWFTER

###আমাদের করপোরেট অফিসের ঠিকানাঃ
সাইনটিফিক কম্পিউটার ট্রেনিং সেন্টার 
    প্রসাদপুর বাজার মান্দা-নওগাঁ
WEBSITE:- http://allinone36030.blogspot.com/
         https://scientificit3600.blogspot.com/   
গুগোল ম্যাপঃhttps://www.google.com/search?q=all%20in%20one&rlz=1C1CHZO_enBD933BD933&oq=ALL&aqs=chrome.1.69i60j69i59j69i57j69i59j35i39j0i67i395i457j0i67i395j69i60.5736j1j4&sourceid=chrome&ie=UTF-8&tbs=lf:1,lf_ui:10&tbm=lcl&sxsrf=ALeKk004-DOuUGZYGLChSfbn9wsL582NIg:1609507557667&rflfq=1&num=10&rldimm=4400292420933665749&lqi=CgphbGwgaW4gb25lWhgKCmFsbCBpbiBvbmUiCmFsbCBpbiBvbmU&phdesc=D8WJIqY0NlU&ved=2ahUKEwjKuvPx6vrtAhVp6XMBHcT8DhUQvS4wAHoECAMQMQ&rlst=f#rlfi=hd:;si:4400292420933665749,l,CgphbGwgaW4gb25lWhgKCmFsbCBpbiBvbmUiCmFsbCBpbiBvbmU,y,D8WJIqY0NlU;mv:[[25.869229999999998,89.3852276],[23.6795369,87.11630679999999]];tbs:lrf:!1m4!1u3!2m2!3m1!1e1!1m4!1u2!2m2!2m1!1e1!1m4!1u16!2m2!16m1!1e1!1m4!1u16!2m2!16m1!1e2!2m1!1e2!2m1!1e16!2m1!1e3!3sIAE,lf:1,lf_ui:10

ভর্তি এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে কথা বলুন 01719-328508




 

No comments:

Post a Comment

  • ms exel
  • ms word