Tuesday, December 22, 2020
New
আপনিও ঘরে বসেই অংশগ্রহণ করতে পারেন ৫০ ঘণ্টা ব্যাপী শুধুমাত্র সন্ধ্যাকালীন "Computer Office Application, Internet & Hardware Course" এর অনলাইন ট্রেনিং এ ️️রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSda1Pb3VImviImqtiUrRGopvPGWYLoxqgopcUUlnQ3sqTNO0g/viewform ️️সারা বিশ্বব্যাপি ব্যবহৃত কম্পিউটার এপ্লিকেশন যা আমাদের ব্যক্তিগত ও অফিসিয়াল জীবনে খুবই প্রয়োজনীয় বিষয়। । কম্পিউটার সম্পর্কে যাদের কোন প্রফেশনাল দক্ষতা ও অভিজ্ঞতা নেই, তারা অনতিবিলম্বে আমাদের "Computer Office Application, Internet & Hardware Course" প্রোগ্রামটিতে ভর্তি হয়ে কম্পিউটার বিষয়ক সকল জ্ঞান অর্জন করতে পারেন। দেখে নিন এ কোর্সটিতে কোন কোন বিষয়সমুহ শেখানো হবে: ১. মাইক্রোসফট ওয়ার্ড : ব্যবহারকারীদের টেক্সট ডকুমেন্টস তৈরি করতে সাহায্য করে । ২. মাইক্রোসফট এক্সেল : জটিল ডেটা / সংখ্যাসূচক স্প্রেডশীট গুলি সহজে তৈরি করে। ৩. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট : পেশাদারী মাল্টিমিডিয়া উপস্থাপনা তৈরির জন্য আবেদন অ্যাপ্লিকেশন । ৪. ইন্টারনেট এবং ই-মেইল ব্যবস্থাপনা, অনলাইন আবেদন, আউটসোর্সিং প্রাথমিক ধারণা ইত্যাদি কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর একজন যে কোন লোক সাধারন অফিসিয়াল কার্যক্রম সম্পাদন করতে সমর্থ হবেন। ৫. কোর্স শেষে যথাযথ মূল্যায়নের ভিত্তিতে সনদপত্র প্রদান হবে। যা আপনার চাকুরির জন্য বিশেষভাবে সহায়ক হবে। ক্লাস শুরুর তারিখঃ ১৩ জানুয়ারী ২০২১ইং ভর্তির শেষ তারিখঃ ১২ জানুয়ারী ২০২১ইং মোট ক্লাস সংখ্যাঃ ২৫ মোট ক্লাসের ব্যাপ্তিকালঃ ৫০ ঘণ্টা কোর্স ফীঃ ৪,০০০ টাকা এই কোর্সটি all in one এর যৌথ উদ্যোগে অনলাইনে শুরু হতে যাচ্ছে। আসন সংখ্যা সীমিত। তাই আর দেরি না করে সরাসরি All in one এ এসে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করুন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন 01719-328508
Scientific computer Training Center
all in one
Subscribe to:
Post Comments (Atom)
- ms exel
- ms word


















No comments:
Post a Comment