
গ্রাফিক ডিজাইন কিঃ
গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক শব্দটি সে সকল চিত্রগুলো বুঝায় যে চিত্রগুলো ড্রইং এর মাধ্যমে করা হয়ে থাকে। প্রচলিত সংজ্ঞার বাহিরে এই সংজ্ঞাটি এভাবেওে দেওয়া যায় যে, কম্পিউটার সফটওয়ারের সাহায্যে আপনি রং ও ছবির সংমিশ্রন করে যে ছবি, লোগো, পোষ্টার, ব্যানার, ওয়েবসাইট, অ্যাপ এর ডিজাইন বা যাই বানান না কেনো তাকেই গ্রাফিক ডিজাইন বলা হয়। আপনাদের সহজে বুঝার সুবিধার্থে এটি আমাদের বানানো সংজ্ঞা।

গ্রাফিক ডিজাইন কেন শিখবোঃ
অনলাইনে যত ধরনের কাজ করা যায় তার মধ্যে UI/UX ডিজাইন হলো প্রথম সারির স্কিল। আপনি যদি গ্রাফিকাল ব্যাপার গুলি নিয়ে কাজ করতে স্বচ্ছন্দবোধ করেন তাহলে আপনি এটি নিয়ে কাজ করতে পারেন। স্বল্প সময়ে শেখা যায় ও ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে বাজিমাত করা যায় এ সেক্টরে। মার্কেটের চাহিদা, বেতন স্কিল সবদিক থেকেই এই পেশা অনেক উপরের দিকে। দেশীয় জব সেক্টরেও ইউ আই ডিজাইন এর ডিমান্ড দিন দিন বেড়েই চলছে। পাল্লা দিয়ে বাড়ছে বেতন। আমি বলবো এই স্কিলকে ফোকাস করে সামনে আগানোর এখনই উপযুক্ত সময়।

গ্রাফিক ডিজাইন কাদের জন্য উপযুক্তঃ
প্রোগ্রামিং কিংবা ডিজাইন হচ্ছে ব্রেইন ওয়ার্ক। এখানে শারীরিক কসরতের কিছু নেই। লাগবে দীর্ঘক্ষণ বসে থেকে সুস্থ মাথায় চিন্তা করার মানসিকতা। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ধৈর্য থাকে এবং ডিজাইনের ব্যাপারে আগ্রহ থাকে তবেই এটি আপনার জন্য উপযুক্ত। আর যাদের এখনও কোণ কাজের ব্যাপারে পরিপূর্ণও আগ্রহ জন্মায়নি, তারা ডিজাইন পেশার ব্যাপারে হালকা পড়াশোনা করে দেখতে পারেন। আগ্রহী হলে শুরু করে দিন।

গ্রাফিক ডিজাইন মার্কেটের চাহিদাঃ
উপরে বলেছিলাম ডিজাইন পেশার ডিমান্ড দিন দিন বাড়ছে। একটা সময় ছিল যখন আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো অনলাইন বুঝতো না, ইকমার্স এর সাথে পরিচিত ছিল না। তারা ব্যবসায় মার্কেটিং বলতে শুধু লোকাল মার্কেটে টিভি এড, ব্রশিউর প্রিন্ট করাকেই বুঝতো। দিন বদলাচ্ছে, এখন বেশিরভাগ কোম্পানীই ইন্টারনেট, সোশাল মিডিয়া এবং নিজেদের একটি ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা বুঝে। ফলাফল স্বরূপ গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, নিউজপেপার সবধরনের ব্যবসাগুলোই অনলাইনে পদচারনা শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে কোম্পানিগুলোর ওয়েবসাইট ডিজাইন করার প্রয়োজনীয়তা। আশা করা যায় এই ২০২০ সালের লোকাল ওয়েবসাইট ডিজাইন মার্কেটের চেয়ে ২০২১ সালের ডিমান্ড দ্বিগুণ হবে এবং পরবর্তী বছরগুলোতে পাল্লা দিয়ে বাড়বে। সামাজিকভাবেও ডিজাইনারদের সম্মান আগের চেয়ে বাড়ছে। ইন্টারন্যশনাল মার্কেটের কথা চিন্তা করলে মার্কেট চাহিদা আরও ব্যাপক। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ডিজাইন জবের চাহিদা অনেক।

গ্রাফিক ডিজাইন থেকে আয় সম্ভবনাঃ
দেশীয় জব সেক্টরে একজন মিড লেভেলের ডিজাইনারের বেতন ধরা হচ্ছে ১৫-৩০ হাজার টাকা রেঞ্জে। সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে দক্ষ ডিজাইনারদের জন্য, প্রায় ৪০-৬০ হাজার টাকা বেতন। আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে যা একজন ফার্স্ট ক্লাস চাকুরীজীবীর বেতনের সমান। ফ্রিল্যান্সিং মারকেটপ্লেসে একজন দক্ষ ডিজাইনার অনায়াসে ১০০০ থেকে ১৫০০ ডলার ইনকাম করতে পারে।
গ্রাফিক ডিজাইন কিভাবে কাজ পাওয়া যায়ঃ
কাজ পাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিন। আগেই বলেছি দক্ষ হবার বিকল্প নেই। ডিজাইনে দক্ষ হবার পাশাপাশি আপনাকে ভাল ইংলিশ জানতে হবে। ইন্টার্ভিউ বোর্ড এ কিভাবে কথা বলতে হয় তা শিখে নিতে পারেন। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এর উপর জোর দিতে হবে।
No comments:
Post a Comment